মাগুরায় স্বেচ্ছাসেবী সংগঠন সপ্তক সাহিত্য চক্রের বিজয়ের ৫০ বছর উদ্যাপন ও দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম।
দিনব্যাপী সংগঠনের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সপ্তক উপদেষ্টা মমতাজ বেগম, কবি পরেশ কান্তি সাহা, কবি এম এ হাকিম, ড. মুসাফির নজরুল, কবি সালাউদ্দিন আহমেদ মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান। বেলা ১১টায় বিজয়োত্তর বাংলাদেশের ছোটকাগজের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কবি গাজী লতিফ, হেনরী স্বপন, আহমেদ শিপলু, রিঙকু অনিমিথ, অরবিন্দ চক্রবতী, অনিন্দ্য দ্বীপ প্রমুখ। বিকেলে কবিতা ও কথা, আড্ডা, বাংলাদেশের কবিতায় মুক্তিযুদ্ধ, তরুণদের কথা নিয়ে কবিরা আবার মিলিত হন।
পরে উড়ালের মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ, সপ্তকের কমিটি ঘোষণা করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুদেব চক্রবতী, কমল হাসান, সুরাইয়া দিশা, রাফাতুল আরাফাত, তানজুম নিবিড়।