খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছে আপন দুই ভাই। উপজেলার বর্মাছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান নীলবর্ণ চাকমা ও একই ইউপির বর্তমান চেয়ারম্যান ছোট ভাই হরিমোহন চাকমা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর ভোটের প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা।
বড় ভাই নীলবর্ণ চাকমা ১৯৮৮ থেকে ১৯৯২ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত বর্মাছড়ি ইউপিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এবার নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ দিকে ছোট ভাই হরিমোহন চাকমা বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারও তিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
জানতে চাইলে নীলবর্ণ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এবার নৌকা প্রতীকে নির্বাচন করছি, আমার ছোট ভাই হরিমোহন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা আমার জন্য রোমাঞ্চকর হলেও আমি তাঁকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছি। জয়ের ব্যাপারেও আমি আশাবাদী।’
এ বিষয়ে কথা বলতে হরিমোহন চাকমার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ভোটার ক্রেচিংমং মারমা বলেন, ‘দুই ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এ নিয়ে আমরা ব্যাপক রোমাঞ্চিত। আশা করি উভয়ের মাঝেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।’
এদিকে দুই ভাই ছাড়াও বর্মাছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ৭ জন। এরা হলেন বিপুল চাকমা, রুবেল চাকমা, সুইশালা চৌধুরী, পাইসুইখই মারমা, লক্ষ্মীধন চাকমা, প্রতুল কান্তি চাকমা ও উম্রাচিং মারমা।
জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা কিরণ বিকাশ চাকমা আজকের পত্রিকাকে জানান, ‘নির্বাচন করাটা মৌলিক অধিকার, এখানে যে কেউ অংশ নিতে পারেন। বর্মাছড়ি ইউপিতে দুই ভাই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিষয়টা আমরা জেনেছি। তবে কমিশন এখানে তাঁদের প্রার্থী হিসেবেই দেখবে।’