বীর মুক্তিযোদ্ধা ড. শামসুদ্দোহা খন্দকার ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার তাঁকে পরবর্তী এক বছরের জন্য বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। আজ থেকে তিনি দায়িত্ব পালন করবেন।
পুলিশের সাবেক অ্যাডিশনাল আইজি ও বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান শামসুদ্দোহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র এবং ইতিহাসে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির রেকর্ডধারী। অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম। তিনি যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশে নদী গবেষণা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। বিজ্ঞপ্তি।