মাদকাসক্তিসহ নানা কারণে দেশে আত্মহত্যার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সারা বিশ্বে যেখানে বয়স্করা আত্মহত্যায় এগিয়ে, সেখানে বাংলাদেশে তরুণদের মধ্যে এই সংখ্যা বেশি। তা ছাড়া মৃত্যুতে দেশে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা।
গতকাল রোববার রাতে রাজধানীর একটি হোটেলে লেটস টক মেন্টাল হেলথের তৃতীয় বার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় দেশে আত্মহত্যার হার ভয়ংকর না হলেও প্রতিবছর প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। বিশ্বে ১.৪ শতাংশ মানুষই আত্মহত্যা করছে। জাপানসহ আরও কয়েকটা দেশে এই হার ৫ শতাংশ।
হতাশাগ্রস্ত হয়ে তরুণেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সভ্যতার শুরুতে মানুষ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হতো। ওষুধ, টিকায় সেগুলো নিয়ন্ত্রণে আনা হয়। এরপর অসংক্রামক রোগে আক্রান্ত হওয়া শুরু হয়। হার্ট অ্যাটাক, ডায়াবেটিস বাড়তে শুরু করে। এখন মনোরোগ জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ নেই। আমাদের জনসংখ্যা বিচারে, প্রয়োজনের তুলনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসকের সংখ্যা অনেক কম। বিষয়টি সরকার বেশ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান তিনি।