হোম > ছাপা সংস্করণ

কাঠবাজারে আবর্জনার স্তূপ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও পর্যাপ্ত ডাস্টবিনের অভাবে চাঁদপুরের মতলব দক্ষিণের কাঠবাজার এলাকায় যত্রতত্র আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। নিয়মিত পরিষ্কার না করায় এসব স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠছে।

অন্যদিকে নির্ধারিত ডাস্টবিন না থাকায় কিছু এলাকায় ময়লা ফেলা হচ্ছে পয়োনিষ্কাশন নালায়। এতে নালা বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। পানির সঙ্গে আবর্জনা ছড়াচ্ছে শহরময়।

বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরে প্রতিদিনের বর্জ্য নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ডাস্টবিন নেই। ফলে শহরবাসী যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে। এতে বাজার এলাকায় বড় বড় ময়লার স্তূপ তৈরি হয়েছে। পরিষ্কার না করায় এসব স্তূপের ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিছু এলাকায় নির্ধারিত ডাস্টবিন না থাকায় বাসিন্দারা পয়োনিষ্কাশন নালায় ময়লা-আবর্জনা ফেলছে। এতে নালা আটকে মাঝে মধ্যে জলাবদ্ধতার ও সৃষ্টি হচ্ছে।

ঐতিহ্যবাহী মতলব কাঠবাজারের পূর্ব পাশ পরিত্যক্ত পড়ে থাকায় সবাই ময়লা ফেলে পরিবেশ দূষণ করছে। বিষয়টি মতলব পৌর কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে ওই বাজারের ব্যবসায়ীরা জানান। এতে মানুষের চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্ট করছে। বাজারের ব্যবসায়ী ও পথচারীদের নাকে রুমাল বেঁধে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া বাসা থেকে আসা লোকজনদের এ সমস্যার সম্মুখীন হতে হয়।

কাঠবাজারের ব্যবসায়ী এমএ আজিজ বাবুল, ইদ্রিস প্রধান, রবিন সরকার, সলিম উল্যা সেলিম জানান, ময়লা-আবর্জনার দুর্গন্ধে তাদের নাক বন্ধ হয়ে আসে। দোকানে বসার পরিবেশ থাকে না। আশে-পাশের বাসা, বিভিন্ন অফিসের ময়লার স্তূপের দুর্গন্ধ ছড়াচ্ছে।

মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, কাটবাজারের পূর্ব দিকে রাস্তার ওপর ময়লা-আবর্জনা স্তূপ তৈরি করে পরিবেশ দূষণ করছে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীরাও জানিয়েছেন। এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ