হোম > ছাপা সংস্করণ

মিঠাপুকুরে বেগুনের দাম কমে অর্ধেক

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরের কাঁচাবাজারগুলোতে অল্প কয়েক দিনের ব্যবধানে বেগুনের দাম কমে অর্ধেক হয়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য সবজির দামও কমছে।

গতকাল মঙ্গলবার মিঠাপুকুর বাজারে দেশি জাতের প্রতি কেজি বেগুন ২০ থেকে ৩০ দরে বিক্রি হয়েছে। কয়েক দিন আগেও ছিল ৪০ থেকে ৬০ টাকা। অন্যদিকে হাইব্রিড জাতের বেগুনের কেজি ছিল ১৫ থেকে ২০ টাকা।

সবজি ব্যবসায়ী মিজানুর রহমান জানান, বেগুনে ক্যানসারের উপাদান পাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় সবজিটির দাম কমে গেছে।
এই অবস্থায় বেগুন কেনা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আইনুল কবীর লিটন। অন্যদিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোন্নাফ হোসেন বলেন, তিনি বেগুনের বদলে পেঁপে খাওয়া শুরু করেছেন।

আরেক ক্রেতা মমিনুল করিমের মতে, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করায় শাকসবজির প্রকৃত স্বাদ নষ্ট হয়ে গেছে।

এদিকে সরবরাহ বাড়তে থাকায় বাজারে শীতের অন্যান্য শাকসবজির দামও কমছে। বিক্রেতারা জানান, যে শিম কিছুদিন আগে ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে, তার দাম এখন ৬০ থেকে ৮০ টাকা।

এ ছাড়া ফুলকপি ৬০, বাঁধাকপি ৪০, করলা ৬০ থেকে ৮০, মুলা ২০ ও পটোল ২০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। লাউ প্রতিটি আকারভেদে ২৫ থেকে ৪০ এবং প্রতি কেজি মিষ্টি কুমড়া ৫০ এবং আলু জাতভেদে ২৫ থেকে ৪০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।

তবে গাজর ও টমেটোর দাম কমেনি। গতকাল প্রতি কেজি টমেটো ১৪০, গাজর ১৬০ ও শসা ৬০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ