মনিরামপুরের খানপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এফ এম মাহাবুর রহমান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। গত শুক্রবার তিনি মোটরসাইকেল প্রতীকও পেয়েছিলেন।
কিন্তু প্রতীক পাওয়ার দুই দিনের মাথায় গতকাল রোববার হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহাবুর রহমান। এ দিন বিকেলে মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
মাহাবুর রহমান বলেন, ‘আমি বিএনপির একজন কর্মী হিসেবে খানপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, এ ইউনিয়নে বিএনপির একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তাই দলের ভাবমূর্তি রক্ষার জন্য আমি নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি।’