নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতলক্ষ্যা নদীর তীর থেকে ইট ভর্তি বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাঁচপুরের মঞ্জিলখোলা মাদ্রাসার মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর মঞ্জিলখোলা মাদ্রাসার মাঠে বিকেল ৫টার দিকে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে নদীর তীরে একটি বড় বস্তা দেখতে যায়। এ সময় শিশুরা কৌতুহলবশত বস্তা খুলে লাশ দেখতে পেলে এলাকাবাসী পুলিশকে খবর দেন।