২৩-২৫ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে একযোগে চলবে পদাতিক নাট্য সংসদ আয়োজিত নাট্যোৎসব। দলটির প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের স্মরণে আয়োজিত উৎসবের উদ্বোধন হবে আগামীকাল।
২৩ ডিসেম্বর উৎসবের প্রথম দিনে জাতীয় নাট্যশালার মূল হলে বিকেল ৫টা থেকে থাকছে আলোচনা এবং ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ প্রদান। সন্ধ্যা ৭টায় থাকবে অনুস্বর নাট্যদলের নাটক ‘তিনকড়ি’, ৬টা ৪৫ মিনিটে পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রী’ এবং ৬টা ৩০ মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘রাইফেল’।
উৎসবের দ্বিতীয় দিন ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে থাকবে ঢাকা থিয়েটারের নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, ৬টা ৪৫ মিনিটে পরীক্ষণ হলে পদাতিক নাট্য সংসদের ‘গুনজান বিবির পালা’ এবং ৬টা ৩০ মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’।
২৫ ডিসেম্বর উৎসবের শেষ দিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে থাকবে থিয়েটার আরামবাগের নাটক ‘দ্রৌপদী পরম্পরা’, ৬টা ৪৫ মিনিটে পরীক্ষণ হলে থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়ষ্য প্রথম দিবসে’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্টুডিও থিয়েটার মিলনায়তনে থিয়াট্রন ঢাকার ‘সিচুয়ানের সুকন্যা’।
এ ছাড়া উৎসব চলাকালে প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় নাট্যশালার বহিরাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।