কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সদ্য যোগ দেওয়া ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
গতকাল রোববার সকালে থানার সার্ভিস ডেলিভারি কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, চুরি ও ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন ওসি।
থানার ওসি বলেন, ‘মাদক, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’ এ সময় উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকি বিল্লাহ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমুখ।