মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের জেরে আরব বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভের মুখে পড়েছে দেশটি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে নয়াদিল্লি। কিন্তু এরই মধ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে আরব বিশ্বের বিভিন্ন দেশে। সৌদি আরব, কুয়েত, কাতার, ইরানসহ কয়েকটি দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করে ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছে।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে এক টেলিভিশন শোতে অংশ নিয়ে বিতর্কিত ওই মন্তব্য করেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন জিনদালও মন্তব্যের সমর্থনে টুইট করেন। এসব মন্তব্য ঘিরে ভারত ও আরব বিশ্বে বিতর্ক শুরু হয়। এরপর বিজেপির এই দুই নেতা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। দল থেকে নূপুর শর্মাকে বরখাস্ত এবং নবীন জিনদালকে বহিষ্কার করা হয়েছে।