জেলায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও চারজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ শনাক্ত হয়।
সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ২৪ ঘণ্টায় ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় দুজন, কালিহাতী ও ঘাটাইলে একজন করে রয়েছেন।
নতুন শনাক্তরাসহ আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৭৪৭ জন হলো। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১০৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৫৯ জন।
এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড সেন্টারে সাতজন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে নাগরপুরে দুজন, সখীপুর ও ঘাটাইলে একজন করে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন তিনজন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১১৫ জন। জেলায় বাড়িতে চিকিৎসাধীন ২ হাজার ৩৭০ জন।