তেরখাদা উপজেলার জয়সেনা গ্রামের মো. এস্কেন্দার আলীর মুদি দোকানে গভীর রাতে চুরি হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙে প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে দোকান মালিকের স্ত্রী আনোয়ারা বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন।
তাঁর অভিযোগে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে চোরেরা দোকানের তালা ভেঙে এলইডি টিভি, মিনিট কার্ড, তৈল, সাবান, সিগারেট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, নগদ টাকাসহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে তেরখাদা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।