হোম > ছাপা সংস্করণ

আজ চালু হচ্ছে ফেরি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার চালু হচ্ছে পিরোজপুরের মঠবাড়িয়া ও বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীতে বড়মাছুয়া–রায়েন্দা ফেরি সার্ভিস। ফেরি চালুকে কেন্দ্র করে দুই উপজেলার কয়েক লাখ মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা।

মঠবাড়িয়ার বড়মাছুয়া এবং শরণখোলার রায়েন্দায় ফেরি চালুর ফলে সাগরকন্যা কুয়াকাটাসহ মঠবাড়িয়া, পাথরঘাটা, বামনা, বরগুনা, আমতলী, তালতলীসহ দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে খুলনার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এ ছাড়া মৎস্যবন্দর পাথরঘাটার সঙ্গে খুলনা, বাগেরহাট ও মোংলার ব্যবসায়িক সুযোগ-সুবিধাও বাড়বে।

বড়মাছুয়া ও রায়েন্দার দুই পাড়ে ফেরির জন্য পন্টুন ও জেটি নির্মাণ শেষে এ মাসের শুরুর দিকে ফেরি ঘাটে এসে পৌঁছে। বুধবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফেরির উদ্বোধন করা হবে।

মাছুয়া ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন পিরোজপুর–৩ আসনের সাংসদ রুস্তম আলী ফরাজী।

জানা গেছে, বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগ শরণখোলার পাঁচরাস্তা থেকে রায়েন্দা ঘাট পর্যন্ত ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে আধা কিলোমিটার মূল পাকা সড়ক ও দুই পাশে ৩ ফুট করে ফুটপাত নির্মাণ করে। অপর দিকে মঠবাড়িয়ার বড়মাছুয়া ঘাট সংলগ্ন অংশে ৮৩ লাখ টাকা ব্যয়ে ১৮ ফুট চওড়া আধা কিলোমিটার সড়ক ও পন্টুনের নির্মাণকাজ শেষ হয়েছে।

স্থানীয় সাংসদ রুস্তম আলী ফরাজি বলেন, ‘এ সেতুবন্ধনের জন্য দুই উপজেলার কয়েক লাখ মানুষ অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন। এর ফলে দুই উপজেলার সাধারণ মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ