কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপে ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে অনড় রয়েছেন। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তিনটি ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিপরীতে বিদ্রোহীরা শক্ত অবস্থানে রয়েছেন। তাঁরা হলেন শিমুলবাড়ী ইউপিতে শরিফুল ইসলাম সোহেল, বড়ভিটা ইউপিতে খয়বর আলী ও কাশিপুর ইউপিতে মনিরুজ্জামান মানিক। তাঁরা কোনোভাবেই দলীয় প্রার্থীদের ছাড় দিতে রাজি না। ভোটের মাঠে দলীয় প্রার্থীদের বিপরীতে মাঠ চষে বেড়াচ্ছেন। নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী তাঁরা।
কাশিপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মানিক বলেন, ‘জনপ্রিয়তায় এগিয়ে আছি বলেই নির্বাচন করছি। এর আগেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। ভোটের হাওয়া আমার পক্ষে।’
বড়ভিটা ইউপিতে বিদ্রোহী প্রার্থী খয়বর আলী বলেন, ‘গত ইউপি নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন পাইনি। তখনো দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচন করে জয়লাভ করি। জনপ্রিয়তা আছে বলেই এবারও নির্বাচন করছি।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল আজকের পত্রিকাকে বলেন, মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের কাছে প্রার্থীর ব্যাপারে যাচাই করে মনোনয়নের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। বিদ্রোহীদের বিষয়ে জেলা ও কেন্দ্রকে লিখিতভাবে জানানো হয়েছে।