দুর্নীতি দমন করা খুব সহজ কাজ নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমান।
গতকাল শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমি যখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলাম, তখন দুর্নীতির বিরুদ্ধে কিছু করার চেষ্টা করেছি। দুর্নীতিবিষয়ক রিপোর্ট করার জন্য মিডিয়া অ্যাওয়ার্ড চালু করেছি। তবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, অতি সহজে দুর্নীতি চলে যাবে—এমনটি কিন্তু ঠিক নয়। দুর্নীতি দমন করা খুব একটা সহজ কাজ নয়।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রাবের সদস্যদের মধ্যে যাঁদের সৃজনশীল সাহিত্যের বই প্রকাশিত হয়েছে, এমন ২১ জনকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ শাহাব উদ্দিন বলেন, ‘আমি সাহিত্যের ছাত্র হয়েও ১০ বছর ধরে বই লিখব করে লিখতে পারছি না। কিন্তু আপনারা যাঁরা ক্রাইম রিপোর্টার হয়েও বই লিখছেন, তাঁদের আমি স্বাগত জানাই।’
ক্রাবের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ অন্যরা।