হোম > ছাপা সংস্করণ

মাঙ্কিপক্সের লাগাম টানা এখনো সম্ভব

বিশ্বের ৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। আগে মধ্য ও পশ্চিম আফ্রিকায় এ রোগ সীমাবদ্ধ ছিল। বিশেষ করে সেখানে যাঁরা বন্যপ্রাণীর সান্নিধ্যে যেতেন, তাঁদের কেউ কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হতেন। কিন্তু এখন রোগটির বৈশ্বিক বিস্তারের প্রেক্ষাপটে মাঙ্কিপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ রোগের প্রাদুর্ভাবকে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ বলেও চিহ্নিত করা হয়েছে।

ফলে প্রশ্ন উঠছে, এখনো কি মাঙ্কিপক্সের লাগাম টেনে ধরা সম্ভব? এর জবাবে অধিকাংশ গবেষক জানিয়েছেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব মোকাবিলা করা সম্ভব। তাঁরা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মাঙ্কিপক্সের লাগাম টেনে ধরতে যত বেশি সময় নেওয়া হবে, পরিস্থিতি তত কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

মাঙ্কিপক্সকে যৌনবাহিত রোগের তালিকাভুক্ত না করা হলেও সংক্রমিতদের ৯৫ শতাংশ যৌনতার কারণে সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন। বিবিসি জানায়, এ পর্যন্ত বিশ্বের ৮৮টি দেশের ২৭ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। তাদের অধিকাংশই সমকামী কিংবা উভকামী পুরুষ।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক পল হান্টার বলেন, বিভিন্ন দেশে প্রান্তিক এ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনাই মাঙ্কিপক্সের সংক্রমণ রোধের সহজতর উপায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ