হোম > ছাপা সংস্করণ

মেট্রোরেলের মালামাল চুরি করতে গিয়ে মৃত্যু

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

পুলিশের ভয়ে নাজমুলের লাশ ফেলেই পালিয়ে যান সঙ্গীরা। তার কিছুক্ষণ আগে মেট্রোরেল প্রকল্প থেকে মালামাল চুরি করতে গিয়ে তুরাগ এলাকায় বিদ্যুতায়িত হয়ে মারা যান নাজমুল। গত শুক্রবার ওই তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়। গত সোমবার চক্রটির আরও দুই সদস্যকে গ্রেপ্তার করার পর তাঁদের মুখ থেকে বেরিয়ে আসে সেই দিনের ঘটনা।

গতকাল মঙ্গলবার সকালে র‍্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান। মোজাম্মেল হক বলেন, ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সাধারণত খোলা জায়গায় স্তূপ করে রাখা হয়। একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল কৌশলে সেই মালামাল চুরি করে। নিহত নাজমুলও এই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। চক্রটির আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

র‍্যাবের অধিনায়ক জানান, গত সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. আশিক (১৯) ও মো. হারুন (৪০)। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই মালামালসহ একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানান, নিহত নাজমুল ছাড়াও রাসেল ও শামীম নামের আরও দুজন তাঁদের সঙ্গে এ ধরনের কাজ (চুরি) করতেন। তাঁরা আরও জানান, তুরাগে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে তাঁরা নাজমুলকে সেখানে রেখে পালিয়ে যান।

র‍্যাব জানায়, নিহত নাজমুলের পরিবারের একটি সাধারণ ডায়েরি থেকে তারা জানতে পারে, ১৬ সেপ্টেম্বর নাজমুল মিরপুরের বাসা থেকে কাজের সন্ধানে যাওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করে।

পরদিন ১৭ সেপ্টেম্বর তুরাগ থানা এলাকা থেকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। নাজমুলের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে র‍্যাবের একটি দল ছায়াতদন্ত শুরু করে।

র‍্যাব বলছে, এ চক্রটি বেশ কিছুদিন ধরে মেট্রোরেলের মালামালসহ অন্যান্য সরকারি কাজের মালামাল এবং বৈদ্যুতিক তার চুরির কাজ করে আসছিল। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ