হোম > ছাপা সংস্করণ

পটুয়াখালীতে জেলা ইজতেমা শুরু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজবাদ আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে জেলা ইজতেমা। সদর উপজেলা লোহালিয়া ইউনিয়নের শৌলা ব্রিজ সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী এ ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলিগ জামাতের প্রায় ৫ হাজার মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। এ ছাড়া দলে দলে ইজতেমা মাঠে আসতে শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

জানা গেছে, মুসল্লিদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বাস চটের অস্থায়ী স্থাপনা দিয়ে ইজতেমার আয়োজন করেছে সাদ পন্থী মাখরাজ মসজিদের সদস্যরা। অজু-গোসল ও রান্না করার জন্য ভিন্ন ভিন্ন স্থানে ব্যবস্থা করা হয়েছে। জেলা ইজতেমায় প্রায় ৭ থেকে ১০ হাজার মুসলমানদের সমাগম হবে বলে মনে করেন আয়োজকেরা।

ইজতেমার জিম্মাদার মাহামুদুর রহমান লিটু বলেন, বাদ ফজর থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগত মুসল্লিরা তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনছেন।

ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার সাথিরা পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মাঠের নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। রয়েছে ১০০ জন পাহারাদার।

এ ছাড়া ইজতেমা সফল করতে পটুয়াখালী পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আশ্বাস দিয়েছে। ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। আগামী ১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ