যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার দুর্গাপুর, জামালপুরের দেওয়ানগঞ্জ ও শেরপুরের শ্রীবরদীতে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে এসব উপজেলায় নানা আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
দুর্গাপুর: সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া পৌর শহরের সুসং আদর্শ বিদ্যানিকেতন হলরুমে পথ পাঠাগারের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দেওয়ানগঞ্জ: দিবসটি উপলক্ষে গতকাল সোমবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় ও সংসদ পতাকা উত্তোলন। পরে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ।
শ্রীবরদী: শ্রীবরদী উপজেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।