হোম > ছাপা সংস্করণ

শিশুতোষ সিনেমায় ফেরদৌস

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা ফেরদৌস এরই মধ্যে অভিনয় করেছেন অনুদানের সর্বাধিক সিনেমায়। এখনো বেশ কয়েকটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন তিনি। এই তালিকায় আছে হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, শুদ্ধমান চৈতনের ‘দামপাড়া’ ও জেড এইচ মিন্টুর ‘ক্ষমা নেই’। আরও একটি সরকারি অনুদানের শিশুতোষ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন ফেরদৌস।

এফ এম শাহীন ও হাসান জাফরুলের যৌথ পরিচালনায় তৈরি হচ্ছে ‘মাইক’ নামের একটি সিনেমা। গতকাল ভালোবাসা দিবসের দুপুরে শুটিং শুরুর আগে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন ফেরদৌস। এতে তিনি অভিনয় করবেন আশির দশকের একজন সরকারি কর্মকর্তার চরিত্রে। ফেরদৌস বলেন, ‘মূলত মুক্তিযোদ্ধা বাবা এবং তাঁর সন্তানের মাঝে আদর্শগত দ্বন্দ্বের গল্প নিয়ে এ সিনেমা। আমার মুক্তিযোদ্ধা বাবা আশির দশকের সরকারের তাঁবেদারি করতে চান না বলে গ্রামে চলে যেতে চান। কিন্তু তাঁর ছেলে হিসেবে আমি তা মেনে নিতে পারি না। একপর্যায়ে আমার ছেলে এসে একটি সমাধানের পথ বের করে। মূলত বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তৈরি হচ্ছে সিনেমাটি। শিশুদের অংশগ্রহণে এমন একটা শিশুতোষ সিনেমা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আমার চরিত্রটাও ভালো লেগেছে। সব মিলিয়ে সিনেমাটি আমাকে আগ্রহী করে তুলেছে।’

‘মাইক’ সিনেমায় ফেরদৌসের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তানভীন সুইটি এবং বাবার চরিত্রে তারিক আনাম খান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ