পূজার উৎসব রঙিন করে তুলতে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করতে যাচ্ছে ‘দেখা দাও মা’ শিরোনামের বিশেষ গান। লিখেছেন ওপার বাংলার জনপ্রিয় গীতিকার প্রসেন। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।
কণ্ঠ দিয়েছেন ধ্রুব গুহ, সন্দীপন দাস, কিশোর দাস, কেশব রায় চৌধুরী, প্রিয়াংকা বিশ্বাস, সুকন্যা মজুমদার, অনন্যা আচার্য ও অনিন্দিতা সাহা অথি। রমনা কালীমন্দিরে চিত্রায়ণ করে গানের ভিডিও বানিয়েছেন শুভব্রত সরকার। ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমীর দিন সন্ধ্যায় ডিএমএস ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।