কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব সেবা দেওয়ায় সিনিয়র স্টাফ নার্স রুপা রায়কে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটির সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (গাইনী) ডা. রওশন জাহান লাকী, ডা. সামিয়া কামাল এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটির সদস্য আনোয়ার হোসেন।