চাঁদপুরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন চান্দিনার তিন যুবক। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল পূর্ব বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাশ্বর গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি মো. মনির হোসেন, তাজুল ইসলামের ছেলে ফার্নিচার মিস্ত্রি মো. সোহাগ হোসেন ও মজনু মিয়ার ছেলে রাজমিস্ত্রি মো. সুজন মিয়া।
নিহত সুজনের বাবা মো. মজনু মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ তাঁদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। তাঁরা এক সঙ্গে শুক্রবার দিন এলে বিভিন্ন স্থানে নামাজ পড়তে যান। গতকাল সকালেও চাঁপুরের হাজীগঞ্জে নামাজ পড়তে গিয়েছিলেন তাঁরা। সেখানে গিয়ে ইলিশ কেনার উদ্দেশ্যে চাঁদপুর যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা মারা যান।
নিহত মনিরের ছোট ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘শুক্রবার কাজ বন্ধ থাকে। তাই প্রায় সময় মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান তিন বন্ধু।’
ছোট ভাই আরও বলেন, ‘হাসিখুশি ভাবে ঘটনার দিন সকালেও চাঁদপুরের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যান মনির ভাই। দুপুরে খবর পাই, ভাই না কি আর বেঁচে নেই।’