করোনা নিয়ে চীনের ‘মিথ্যা প্রচারণায়’ সহযোগিতার অভিযোগ এবং মহামারি মোকাবিলার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তহবিলে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য বন্ধের পরিবর্তে অর্থায়ন কমানোর কথা জানায় ট্রাম্প প্রশাসন। আর এবার ডব্লিউএইচওকে আরও স্বাধীন ও শক্তিশালী করার প্রস্তাব নাকচ করল সংস্থাটির শীর্ষ দাতা যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ডব্লিউএইচওর তহবিলে টেকসই অর্থায়নের প্রস্তাব দেয় সংস্থাটির ওয়ার্কিং গ্রুপ। এতে ডব্লিউএইচওর প্রত্যেক সদস্যের বাধ্যতামূলক বার্ষিক চাঁদার পরিমাণ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
কিন্তু ডব্লিউএইচওর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ওয়াশিংটন বলছে, তারা ডব্লিউএইচওর সক্ষমতা না বাড়িয়ে জরুরি স্বাস্থ্যসংকট মোকাবিলায় আলাদা একটি তহবিল গঠন করতে চায়।
যুক্তরাষ্ট্রের বিরোধিতার এ বিষয়টি আলোচনায় উপস্থিত থাকা ইউরোপের চার কর্মকর্তা নিশ্চিত করলেও, গণমাধ্যমের সামনে কথা বলার অনুমতি না থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন প্রশাসন।