গাজীপুরের শ্রীপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বি আর পাওয়ারজেনের তত্ত্বাবধানে উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামে ১৫০ মেগাওয়াটের এর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের নির্মাণকাজ বাস্তবায়ন করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এ সময় তিনি বলেন, ‘সারা বাংলাদেশ গ্রাম গঞ্জের মানুষকে আলোর পথে নিয়ে আসতে অগ্রাধিকার ভিত্তিতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছে সরকার। এর ধারাবাহিকতা একটি শক্তিশালী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামে।’
বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ব্যবস্থাপক খালিদ বিন হুসাইন বলেন, ১৫ একর জমির ওপর প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ করা হবে। ১৫ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি।
বি আর পাওয়ারজেনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্বে এশিয়ান টেলিভিশনের সংবাদ উপস্থাপক আনোয়ার রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দীন, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন প্রমুখ।