রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলে জয় হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
জয় হালদার জানান, গতকাল ভোরে কয়েকজন জেলের সঙ্গে তিনিও নদীতে মাছ ধরতে যান। শুরুতে কয়েকবার জাল ফেলে কোনো মাছ না পেয়ে তিনি হতাশ হন। পরে সকাল ৭টার দিকে আবার জাল ফেলে ঘণ্টাখানেক পর তুলে দেখেন একটি বড় বাগাড় মাছ আটকা পড়েছে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে আনেন। সেখানে নিলামে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় শাহজাহান শেখ নামের এক আড়তদার মাছটি কেনেন।
শাহজাহান শেখ জানান, তিনি মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। ১ হাজার ৩০০ টাকা কেজি দর পেলেই বিক্রি করবেন।