ঝিনাইদহ সদর হাসপাতালের এক কর্মচারীকে রোগীর স্বজনেরা মারধর করার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে হাসপাতালের সামনে চাকরিজীবী ও কর্মচারীদের ব্যানারে প্রায় এক ঘণ্টা এ কর্মসূচি চলে। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগীরা।
গত রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের লিফটের কর্মচারী এমামুল হককে কয়েকজন বহিরাগত বেধড়ক পিটিয়ে আহত করেন। সারিতে দাঁড়িয়ে রোগীকে আগে লিফটে উঠতে বলায় তাঁর ওপর হামলা চালানো হয় বলে জানান আহত এমামুল।
মানববন্ধনে সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ আহাম্মেদ, হাসপাতাল কর্মচারী প্রদীপ দাস, শাফায়েত বাবুসহ নার্স ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী প্রদীপ দাস জানান, ‘ইমামুলকে মেরেছে, কাল আমাকে মারবে। আমাদের নিরাপত্তা কোথায়? এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।