হোম > ছাপা সংস্করণ

চিংড়িতে অপদ্রব্য প্রয়োগ, আটক ১

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়িতে অপদ্রব্য প্রয়োগের সময় হারুন-অর রশিদ নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার দুপুরে শ্যামনগর উপজেলার কলবাড়ী বাজারের ফাতেমা ফিশ নামের একটি মাছের ঘর থেকে কোস্টগার্ড তাঁকে আটক করে। এ সময় প্রয়োগের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারের পাশাপাশি অপদদ্রব্য প্রয়োগকৃত প্রায় ৩৫ কেজি মাছ ধ্বংস করা হয়।

জানা যায়, রপ্তানির জন্য প্রক্রিয়াজাতের আগেই বাগদা চিংড়িতে অপদ্রব্য প্রয়োগের বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড কলবাড়ি বাজারে অভিযান চালায়। এ সময় অভিযানে থাকা কোস্টগার্ড সদস্যরা ফাতেমা ফিশ নামীয় প্রতিষ্ঠানের ভেতর থেকে হারুনকে মাছে অপদ্রব্য পুশকালে হাতেনাতে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় সূত্রগুলোর দাবি, বাগদা চিংড়ি ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত স্থানীয় বাজারের প্রায় প্রতিটি মাছের ঘরে আলাদা শ্রমিক দিয়ে বাগদা চিংড়ির সাবু ও জেলিসহ বিভিন্ন অপদ্রব্য প্রয়োগ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের কৈখালীর সিসির লেফটেন্যান্ট আতাহার হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ