মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রাম থেকে ২৫টি ইয়াবাসহ গ্রেপ্তার বাবুল শিকদারকে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বাবুলকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে মহম্মদপুর থানার উপপরিদর্শক নাসির উদ্দিনের নেতৃত্বে জাঙ্গালিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বাবুলকে ২৫টি ইয়াবাসহ আটক করা হয়। তিনি জাঙ্গালিয়া বিশ্বাস পাড়ার বাসিন্দা।
মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, বাবুলের বিরুদ্ধে মামলা হয়েছে।