হোম > ছাপা সংস্করণ

প্লাস্টিক-পলিথিন ব্যবহার বন্ধের দাবি

বরিশাল প্রতিনিধি

প্লাস্টিক ও পলিথিনের মতো পরিবেশের জন্য বিপজ্জনক দ্রব্য ব্যবহার বন্ধের উদ্যোগ নিতে হবে। এগুলো মাটি ও পানির জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গতকাল বুধবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এক নাগরিক সংলাপে বক্তারা এ অভিমত দিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) উদ্যোগে এ সংলাপটি অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী বায়োকেমিস্ট মো. মুন্তাসির রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেল’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন। সভাপতিত্ব করেন অধ্যাপক গাজী জাহিদ হোসেন।

সংলাপে বক্তারা আরও বলেন, প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার ও বর্জ্য অব্যবস্থাপনার কারণে কৃষি জমি, নদী-নালা, খাল-বিল ও সমুদ্রে এগুলো পতিত হয়ে দেশের পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।

বক্তারা নাগরিক সংলাপে আরও জানান, ব্যবহার শেষে পলিথিনের ব্যাগ রাস্তাঘাট, নালা-নর্দমা, নদী-খালে বিক্ষিপ্তভাবে ফেলে দেওয়া হচ্ছে। জমাকৃত পলিথিন ও পচনযোগ্য নয় এমন পণ্য নালায় আটকে গিয়ে তরল বর্জ্য প্রবাহ বন্ধ করে দেয়।

বর্ষাকালে জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে যত্রতত্র পড়ে থাকা এই পলিথিন ব্যাগ। নগরীতে অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতেও পরিবেশ অধিদপ্তরকে অনুলোধ করেন বক্তারা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তী, উন্নয়ন সংগঠক কাজী মিজানুর রহমানসহ আরও অনেকেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ