হোম > ছাপা সংস্করণ

মতবিনিময় সভা রূপ নিল জনসভায়

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের ডাকা মতবিনিময় সভা শেষ পর্যন্ত জনসভায় রূপ নেয়। গত রোববার সন্ধ্যায় উপজেলার জাহাজমারা ইউনিয়নে এই সভা হয়।

দলীয় নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিন পর দলের মতবিনিময় সভার আয়োজন করা হয়। তাতে অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আয়েশা ফেরদাউস এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী। এই খবর পেয়ে মতবিনিময় সভায় যোগ দিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকেরা আসতে থাকে। সন্ধ্যার পর মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নেয়।

গত রোববার সন্ধ্যায় এই মতবিনিময় সভার আয়োজন করে নোয়াখালী হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়ন আওয়ামী লীগ। জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাহাজমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আয়েশা ফেরদাউশ। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, জেলা পরিষদের সদস্য আবুল বাসার, জাহাজমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছুম বিল্লাহ, প্রধান শিক্ষক মো. ইউছুফ, ইউপি সদস্য মনির উদ্দিন ও মো. খোকন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আয়েশা ফেরদাউস বলেন, হাতিয়ায় যত উন্নয়ন হয়েছে, সব আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। বিএনপির আমলে দ্বীপের মানুষ অবহেলিত ছিল। একসময়ের অশান্ত হাতিয়া বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে এখন সমৃদ্ধি আর শান্তির জনপদ। তিনি হাতিয়ার মানুষকে মোহাম্মদ আলীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ