গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে ডাক্তার, সেবিকা ও স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, দেশের সর্বস্তরের জনসাধারণকে করোনাভাইরাসের টিকার আওতায় আনতে হবে। সরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা খুবই কম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস প্রমুখ।