হোম > ছাপা সংস্করণ

ভর্তি পরীক্ষায় চবি শাটল ট্রেনের বিশেষ সার্ভিস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এ বিশেষ শাটল সার্ভিস চলবে।

গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, ‘ভর্তি-ইচ্ছুকদের সুবিধার জন্য প্রতিবারের মতো এবারও শাটল ট্রেনের নতুন সময়সূচি দেওয়া হয়েছে। এতে ভর্তি পরীক্ষা চলাকালে প্রতিদিন শহর থেকে শাটল ট্রেন ১১ বার ক্যাম্পাসে আসবে এবং ১১ বার শহরে যাবে। আশা করি, ভর্তি-ইচ্ছুকদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।’

নগরীর বটতলী রেলস্টেশন থেকে সকাল ৬টায়, সাড়ে ৬টায়, সাড়ে ৭টা, ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা, সাড়ে ১২টা, বিকেল ৩টায়, ৪টায় ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে সকাল ৭টা ৫ মিনিটে, সকাল ৭টা ৩৫মিনিট, সকাল ৮টা ৪০ মিনিটে, সকাল ৯টা ২০ মিনিট, সকাল ১০টা, বেলা ১টা, ১টা ৩০ মিনিট, বিকেল ৩টা, ৫টায়, সাড়ে ৫টা ও রাত ৯টা ১০ মিনিটে নগরীর বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ