২০২৩-২৪ শিক্ষাবর্ষে বৃত্তির জন্য আবেদন গ্রহণের ঘোষণা করেছে ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম। এক বছর মেয়াদের এই প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব শিকাগোতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের দক্ষতাসম্পন্ন তরুণেরা পড়াশোনার সুযোগ পাবেন।
ওবামা ফাউন্ডেশন পুরো শিক্ষাবর্ষে নেতৃত্বের বিকাশ, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং কার্যক্রম ও কাস্টমাইজড সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের একটি শক্তিশালী পাঠ্যক্রম দিয়ে থাকে।
- নিউইয়র্ক সিটিতে জীবনযাত্রার খরচে সহায়তা করার জন্য মাসিক উপবৃত্তি।
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হাঁটার দূরত্বের মধ্যে একটি সজ্জিত স্টুডিও অ্যাপার্টমেন্ট।
- কলাম্বিয়া ইউনিভার্সিটিতে চারটি কোর্স পর্যন্ত সব টিউশন ফ্রি।
- লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ।
- ভার্চুয়াল সেশন।
- বিভিন্ন দেশের মানুষের সঙ্গে নেটওয়ার্কিং।
- একাডেমিক ট্রেনিং।
- মেন্টরশিপ সার্ভিস।
- নিউইয়র্ক সিটিতে প্রোগ্রামের সময়কালের জন্য প্রাথমিক চিকিৎসা, ডেন্টাল ও জীবন বিমা।
- নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতে বিমানভাড়া।
- প্রোগ্রাম সম্পর্কিত কোনো কাজে যাওয়ার জন্য যাতায়াত খরচ।
আবেদনের যোগ্যতা
- বয়স ২৬ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- নিজ সম্প্রদায়, অঞ্চল বা দেশে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতি থাকতে হবে।
- প্রোগ্রাম শেষে নিজ দেশে ফিরে গিয়ে উন্নত প্রশিক্ষণ ও দক্ষতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি কাজ করার মানসিকতা থাকতে হবে।
- যাঁরা সমাজে এবং তাদের কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
- ইংরেজিতে সাবলীলভাবে লিখতে, পড়তে ও কথা বলতে পারার দক্ষতা থাকতে হবে।
- যাঁরা ইতিবাচকভাবে তাঁদের সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠন করতে চান।
- যাঁদের মধ্যে সাহস, সততা, স্থিতিস্থাপকতা ও কল্পনাশক্তি আছে।
- ইংরেজি ভাষা-দক্ষতার স্কোর থাকতে হবে। এর মধ্যে গত পাঁচ বছরে টোয়েফল (আইবিটি) স্কোর ১০০, টোয়েফল (পিবিটি) স্কোর ৬০০, আইইএলটিএস ৭.০, পিটিই একাডেমিক ৬৮ ও ডুয়োলিঙ্গোতে ১২০ স্কোর থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- সিভি।
- সব একাডেমিক কাগজপত্র।
- ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট।
- ন্যূনতম ৫ মিনিটের ব্যক্তিগত ভিডিও স্টেটমেন্ট।
- শর্ট এসে।
- ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর রিপোর্ট।
- দুটি রিকমেন্ডেশন লেটার (শিক্ষক, সহকর্মী অথবা সমাজসেবকের কাছ থেকে)।
বিস্তারিত জানতে: আগ্রহী প্রার্থীরা ওবামা ফাউন্ডেশনের ওয়েবসাইটে বা ওয়ার্ল্ড প্রজেক্টের ওয়েবসাইটের এই লিংকে প্রোগ্রাম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন: https://www.obama.org/scholars
আবেদনের শেষ সময়: ১৯ জানুয়ারি, ২০২৩
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট