নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপালনগর এলাকায় দিনভর এই অভিযান চালানো হয়।
জরিমানা করা ইটভাটাগুলো হচ্ছে মেসার্স খাদিজা ব্রিকস, মেসার্স নজরুল ব্রিকস ম্যানুফ্যাকচারার, এএসবি ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস, মেসার্স এস এস ব্রিকস, এ এন এস ব্রিকস, মেসার্স চিস্তিয়া সাবেরিয়া ব্রিকস, মেসার্স এনবিএম ব্রিকস, মেসার্স আজাদ এন্টারপ্রাইজ, মেসার্স নিজাম উদ্দীন ব্রিকস ও মেসার্স তাজ ব্রিকস।
বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ শাখার উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে সদর উপজেলার পূর্ব গোপালনগর ও ধর্মগঞ্জে ১১টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
উল্লেখিত ইটভাটাগুলো চালানোর জন্য পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছিল না। ভাটাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে তাদের জরিমানা করা হয়েছে।