হোম > ছাপা সংস্করণ

দাগনভূঞায় দুই দিনে তিন দোকানে চুরি

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা বাজারে গত দুই দিনে তিনটি দোকানে চুরি হয়েছে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ও বাজার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গত বুধবার রাতে বৈঠক করেন।

বাজার কল্যাণ সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দাগনভূঞার সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাশুকুর রহমান, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, বাজার কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েছ রিপন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, পৌর কাউন্সিলর নুরুল হুদা সেলিম ও জিয়াউল হক প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বাজারের ফেনী রোডে অবস্থিত সিঙ্গার শোরুমে চুরি হয়। ওই শোরুমের মূল দরজার তালা ভেঙে ক্যাশ থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা,৩টি ল্যাপটপ ও ১ এলইডি টিভি নিয়ে যায় চোরেরা। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট হয় বলে মালিকপক্ষের অভিযোগ। এ ঘটনায় শোরুমের ম্যানেজার হারুন-অর-রশিদ গত বুধবার সন্ধ্যায় দাগনভূঞা থানায় মামলা করেছেন।

এর আগে বাজারের সুলতান নিউ সুপার মার্কেটে অবস্থিত দেশ ফার্মাসি ও সুফিয়া ফার্নিচারে গত সোমবার দিনগত রাতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুট হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনাগুলো আমরা তদন্ত করছি। আশা করছি অতি দ্রুত চোরদের শনাক্ত করতে পারব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ