পাইকগাছায় আইনজীবী সমিতির (বার) নির্বাচন জমে উঠেছে। আগামী ২৮ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচনে ১০টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
সভাপতি পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট অজিত কুমার মণ্ডল, জাতীয় পার্টি (জেপি) এর এফ এম এ রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ সভাপতি পদে রয়েছেন জি এম আমজাদ হোসেন, জি এম আক্কাছ আলী, প্রশান্ত কুমার ঘোষ ও এম এম ইদ্রিসুর রহমান মন্টু। সাধারণ সম্পাদক পদে আছেন অ্যাডভোকেট অনাদি কৃষ্ণ মণ্ডল ও এস এম মুজিবর রহমান।
যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ গাজী ও মো. সাইদুর রহমান মিঠু, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল মালেক ও বিজয় কৃষ্ণ মণ্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বেলাল উদ্দিন ও সরদার সুবেহ সাদিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মোহতাছিম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সদস্য পদে রয়েছেন অ্যাডভোকেট সমীর কুমার বিশ্বাস, সুকুমার চন্দ্র দেবনাথ, মো. নজির আহম্মেদ, রেহানা পারভিন ও একরামুল হক বিশ্বাস। এ নির্বাচনে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।