হোম > ছাপা সংস্করণ

আরও সময় পাবেন গ্রাহকেরা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ও চট্টগ্রামের কেব্‌ল অপারেটিং পদ্ধতি ৩০ নভেম্বরের মধ্যে ডিজিটাল করার কথা ছিল। কিন্তু উচ্চ আদালত এ নিয়ে স্থগিতাদেশ দিয়েছেন। এর ফলে এই দুই অঞ্চলে কেব্‌ল অপারেটিং পদ্ধতি ডিজিটাল করতে আরও সময় দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

হাছান মাহমুদ। গতকাল সোমবার সচিবালয়ে কেব্‌ল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম শহরে কেব্‌ল অপারেটিং পদ্ধতি ডিজিটাল করার সময় বেঁধে দেওয়া হয়। অগ্রগতি কতটুকু, সেটি পর্যালোচনা করেছি। কেব্‌ল অপারেটররা বলেছেন, সারা দেশে গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেব্‌ল নেটওয়ার্ক ডিজিটাল করা নিয়ে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দিয়েছেন। স্থগিতাদের প্রত্যাহারে মন্ত্রণালয় কাজ করছে, আশা করছি স্থগিতাদেশ উঠে যাবে। আদেশ উঠে গেলে আমরা আবার বসে সময় কতটুকু বাড়ানো যায়, সেটা ঠিক করব। গ্রাহক পর্যায়ে প্রস্তুতি দেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে।’

মন্ত্রী জানান, কেব্‌ল অপারেটিং পদ্ধতি ডিজিটাল করতে অপারেটররা সারা দেশে ডিজিটাল হেডএন্ড বসিয়েছে। সব গ্রাহক সেট টপ বক্স নিলে কেব্‌ল অপারেটিং পদ্ধতি পুরোপুরি ডিজিটালাইজড হবে। সেট টপ বক্স সংগ্রহ করতে গ্রাহকেরা যাতে আরেকটু সময় পান, সে বিষয়ে আলোচনা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ