হোম > ছাপা সংস্করণ

নগরে আজ বিএনপির বিভাগীয় সমাবেশ

বরিশাল প্রতিনিধি

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ শুক্রবার নগরীর হেমায়েত উদ্দীন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার কারণে ভেন্যু পরিবর্তন করে গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ কমিশনার এখানে সমাবেশের অনুমতি দেন।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এদিকে সমাবেশ সফল করার লক্ষ্যে নগরীতে চলছে বিএনপির শেষ মুহূর্তের প্রস্তুতি।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির জানান, বিভাগীয় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল বরিশাল জিলা স্কুল মাঠে। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে গতকাল বৃহস্পতিবার ভেন্যু পরিবর্তন করে নগরীর হেমায়েত উদ্দীন ঈদ গাহ মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সহসভাপতি ব্যারিস্টার শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সমাবেশ সফল করতে তাঁদের প্রস্তুতি চলমান। গতকাল বৃহস্পতিবারও প্রচার চালিয়েছেন। সমাবেশ সফলে বিভাগের অন্য জেলা থেকেও নেতা-কর্মী আসবেন বলে তিনি মনে করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ