হোম > ছাপা সংস্করণ

দুই কর্মচারীর নামে ‘ভুয়া’ বিল উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (সিইউএফএল) গেস্টহাউসে ভুয়া কর্মচারীর নাম দিয়ে বিল উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।

সিইউএফএলের প্রশাসন শাখার অধীন গেস্টহাউসের গত জুলাইয়ের বিলের রসিদ পর্যালোচনা করে দেখা যায়, আটজন ক্যাজুয়াল অদক্ষ অফিস কর্মচারীর বিল করা হয়।

তাঁদের মধ্যে মমতাজ ও হাফিজুর—এ দুটি নাম রয়েছে। অথচ গেস্টহাউসে এই নামে কোনো কর্মচারী নেই। এ দুটি নামের বিপরীতে বছর পর বছর বিল উত্তোলন করা হচ্ছে। কিন্তু কে নিচ্ছেন, তা কেউ বলতে পারছেন না। মমতাজ ও হাফিজুরকে জুলাইয়ে ২৯ দিন উপস্থিত দেখানো হয়।

সিইউএফএলের গেস্ট হাউসের তত্ত্বাবধায়ক কাজী আমিনুল হক আজকের পত্রিকার কাছে মমতাজ বেগম ও হাফিজুর রহমান নামের কোনো কর্মচারী না থাকার কথা স্বীকার করেছেন।

কাজী আমিনুল হক বলেন, ‘মমতাজ বেগম ও হাফিজুর রহমান আগের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুর রহিম সাহেবের পারিবারিক কাজ করে দেন। তাঁদের নামে এখান থেকে বেতন উত্তোলন করা হতো। এখনো তাঁদের নামে বিল করা হয়।’

খোঁজ নিয়ে জানা যায়, এসব ক্যাজুয়াল শ্রমিক সরবরাহ করে অফিস স্টাফ ও শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহীন এন্টারপ্রাইজ।

ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সিইউএফএলের দুর্নীতিবাজ কর্মকর্তা আমিনুর রহমানসহ কয়েকজন আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে দীর্ঘদিন ভুয়া শ্রমিকের নামে বিল করেন। গেস্টহাউসের মমতাজ বেগম ও হাফিজুর রহমান ভুয়া শ্রমিক।’

সিইউএফএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘মমতাজ বেগম ও হাফিজুর রহমানের নামে সিইউএফএলের গেস্টহাউস থেকে বিল উত্তোলনের বিষয়টি আমার জানা নেই।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ