যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মেয়র পদের প্রার্থিতা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা–কল্পনা। ইতিমধ্যে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা দিলেও এখনো পর্যন্ত অন্য কোনো দল প্রার্থী দেয়নি। তবে আওয়ামী লীগের দলীয় একাধিক বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস পাওয়া গেছে। ইতিমধ্যে এক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
পৌরসভা ঘুরে এবং ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর এখানে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই সর্বত্র নির্বাচনী উৎসবের আমেজ বইতে শুরু করেছে। তফসিল ঘোষণায় পৌর এলাকাজুড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিল ও মেয়র প্রার্থীরা জনসংযোগ শুরু করে দিয়েছেন।