বন্দরের কলাগাছিয়া-ফরাজিকান্দা সড়ক বন্ধের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। গতকাল রোববার দুপুরে ২০০ বছরের পুরোনো সড়ক অক্ষত রাখার দাবিতে এই স্মারকলিপি দেন তাঁরা।
এ সময় গ্রামবাসীর পক্ষে স্মারকলিপি দেন আনিস বিন খালিদ, গোলাপ হাজী ও আলতাফ হাজী। আনিস বিন খালিদ বলেন, ‘সড়কটি কলাগাছিয়া ইউনিয়নের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ইউনিয়নের বাসিন্দারা দ্রুত সময়ে হাসপাতালসহ সিটি করপোরেশনে প্রবেশ করতে পারে। তা ছাড়া স্কুল-কলেজেও ছাত্রছাত্রীরা হেঁটেই যেতে পারে। কিন্তু শীতলক্ষ্যা তৃতীয় সেতু নির্মাণকাজে এই সড়ক বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
আনিস আরও বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত পরিবর্তন করে সড়কের নিচ থেকে টানেল তৈরির দাবি জানিয়েছি। কোনো যুক্তিতেই এই রাস্তা বন্ধ রাখা যাবে না। এর মাধ্যমে ৪০টি গ্রামের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা এর নকশা পরিবর্তনের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি মেয়রের কাছে। তিনি আশ্বাস দিয়েছেন এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করবেন।’
গত ১৯ নভেম্বর দুপুরে এই সড়ক রক্ষার দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষ মানববন্ধন করেন।