হোম > ছাপা সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খালে, চালক নিহত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ার বেড়াখলা গ্রামের ভাঙা সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খালে পড়ে গেছে। এতে চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে।

নিহত চালকের নাম মোহাম্মদ সবুজ (২৪)। তিনি দেবিদ্বার উপজেলার অষ্টগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রাক্টরের চালক হিসেবে কাজ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টর নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর থেকে বেড়াখলা এলাকা দিয়ে যাচ্ছিলেন সবুজ। এ সময় এ এলাকার ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ খালে পড়ে যান তিনি।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে। সে সময়েই চালক মারা গিয়েছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ট্রাক্টরচালক সবুজ গত বছর বিয়ে করেছেন। তাঁর স্ত্রী বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে জেনেছি। নিহতের স্বজনেরা তাঁর লাশ ঘটনাস্থল থেকে নিয়ে গেছে। কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ