হোম > ছাপা সংস্করণ

চাঁপাইয়ে ৩৯ খুনের ৩৭টির রহস্য উদ্‌ঘাটন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ২০২১ সালে ৩৯ জন খুন হয়েছেন। এর বেশির ভাগ হত্যাকাণ্ডই আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা, জমিজমা নিয়ে বিরোধ ও পরকীয়াসহ বিভিন্ন কারণে হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে। অধিকাংশ খুনে জড়িতদের পুলিশ ও র‍্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্যমতে, গেল বছরের ৩৯ হত্যাকাণ্ডের মধ্যে ৩৭টির অপরাধী শনাক্ত হয়েছে। শনাক্ত না হওয়া শিবগঞ্জের অটোচালক মজলুর রহমান ভোদু ও গোমস্তাপুরের দুধ বিক্রেতা মতি হত্যা মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

পুলিশ বলছে, অপরাধী শনাক্তকরণ ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের ক্ষেত্রে তারা এখন প্রযুক্তিনির্ভর। পুলিশের তদন্তে সোর্সনির্ভরতা থেকে সরে এসে প্রযুক্তির সহায়তায় অনেক সূত্রহীন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন হচ্ছে দ্রুত সময়ে।

জানা গেছে, আধিপত্যের দ্বন্দ্বে পৌর এলাকার আলিনগরে শরিফুল ইসলাম শিমুল হত্যা, পূর্বশত্রুতার জেরে ঝাপাইড়ার হৃদয় হত্যা, আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে ইসলামপুরের কৃষক আব্দুর রহমান হত্যা, শিবগঞ্জে ইয়াবা নিয়ে দ্বন্দ্বে জিয়ারুল ইসলাম হত্যা, গোমস্তাপুরে অটোচালক জুয়েল মার্ডি হত্যা, চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট এলাকায় কলেজছাত্র আজিম হত্যাকাণ্ডসহ বেশ কয়েকটি খুনের ঘটনা ছিল আলোচিত।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশের তদন্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়েছে। প্রযুক্তির সহায়তায় সূত্রবিহীন হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে জড়িতরা শনাক্ত হয়েছে। তাৎক্ষণিক অভিযানে আসামিরাও গ্রেপ্তার হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বলেন, চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এসব হত্যা মামলার সব আসামি হয় তো আটক হয়নি। তবে বেশির ভাগ মামলার আসামিকে আটক করা হয়েছে। এ ছাড়া খুনের মতো ঘটনা যাতে না ঘটে, সে জন্য জেলা পুলিশ সার্বক্ষণিক টহল-অভিযান অব্যাহত রেখেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ