হোম > ছাপা সংস্করণ

মৌন নয়

সম্পাদকীয়

এ কথা এখন সবাই জানেন যে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ও মোহাম্মদ সুলতান কর্তৃক পুঁথিপত্র প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল একুশের প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারী’। এই সংকলনে ‘মৌন নয়’ নামে যে গল্পটি বের হয়েছিল, সেটিই ছিল একুশে ফেব্রুয়ারির হত্যাকাণ্ড ও একুশের ঘটনাবলির পরিপ্রেক্ষিতে লেখা প্রথম গল্প। গল্পটি লিখেছিলেন শওকত ওসমান।

গল্পটিকে একটি রূপক উপাখ্যান বলা যেতে পারে। মজার ব্যাপার হচ্ছে, গল্পটি ঢাকার নয়, চট্টগ্রামের। শওকত ওসমান তখন চট্টগ্রামেই থাকতেন। এই গল্পে ফুটে ওঠে কিছু বাস্তব সত্য। গুলি চলেছে ঢাকায়, তা নিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের অনুভূতি কী, সেটা স্পষ্ট হয়ে উঠেছিল গল্পটিতে।

চট্টগ্রামে একটি চলন্ত বাসের আরোহীদের কথাবার্তায় ফুটে উঠেছিল ভাষা আন্দোলনের আবহ। কয়েকজন বাস আরোহীর আচরণ থেকেই স্পষ্ট হয়েছে ঢাকায় গুলি ও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া। এমনকি গল্পের প্রথম দিকে যখন বলা হচ্ছে, ‘বাসের কন্ডাক্টর ফ্রেমের শিক ধরে দাঁড়িয়ে আছে। প্যাসেঞ্জার ডাকা আজ তার কর্তব্যের মধ্যে গণ্য নয়: হাটহাজারী, বায়েজিত বোস্তামী, নতুনপাড়া, তার মুখ থেকে খইয়ের মতো ফুটে বেরোয় অন্যান্য দিন। আজ কন্ডাক্টরের ছুটি অথবা কোন প্যাসেঞ্জার প্রয়োজন নেই।’

দশ-বারোজন প্যাসেঞ্জারের মধ্যে সে বাসে বৃদ্ধ ছিল, চাষি ছিল, তরুণ ছাত্র ছিল, ছিল কেরানি। চলন্ত বাসে মানুষের স্তব্ধতা অনেক কিছুই বলে।

শওকত ওসমান এই নিস্তব্ধতার ছবিটি এঁকেছেন বড় ভালোবেসে, বড় কষ্ট বুকে নিয়ে। গল্পের শেষে যখন বৃদ্ধ ভদ্রলোক বলেন, ‘কী দোষ করেছিল আমার ছেলে? ওরা কেন তাকে গুলি করে মারল?’ এই প্রশ্ন ছড়িয়ে যায় পুরো বাসে। ‘সকলের গলার রগ কেঁপে কেঁপে উঠছে দমকে দমকে।’—এ বাক্যটিই বুঝিয়ে দেয়, ভাষা আন্দোলনের সাহিত্যিক প্রকাশের ধরনটি।

পরিপূরক আরেকটি তথ্য হলো, একুশের প্রথম গল্পের মতো একুশের প্রথম কবিতাটিও রচিত হয়েছিল চট্টগ্রামেই।

সূত্র: এম আর মাহবুব, একুশের যত প্রথম, পৃষ্ঠা-১৩৪

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ