ঝিনাইদহের পোড়াহাটি কসাইপাড়া গ্রামে বিবিজান নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সে ওই গ্রামের বিবিজান (৫০) কসাইপাড়া গ্রামের আনা মিয়ার স্ত্রী।
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করেছে র্যাব। তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।
নিহতের ভাতিজা মিরাজ উদ্দিন বলেন, ‘গতকাল দুপুরে ছাগলের জন্য বাড়ি থেকে দূরের একটি মেহগনি বাগান থেকে পাতা কাটতে যান আমার কাকি। সে সময় সেখানে থাকা মধ্যবয়সী এক ব্যক্তি তাঁকে বাঁশের খুঁটি ও ইট দিয়ে মাথায় আঘাত করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গুরুতর আহত অবস্থায় কাকিকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।’
স্থানীয় পোড়াহাটি ইউনিয়নের সদস্য শওকত আলী জানান, ‘বিবিজান বিবস্ত্র অবস্থায় ছিলেন এবং তাঁর মুখে কাপড় গোঁজা ছিল। পাশেই দাঁড়িয়ে ছিল মধ্যবয়সী এক ব্যক্তি। আমাদের ধারণা ওই ব্যক্তি বিবি জানকে ধর্ষণ করতে গেলে বাধা দেওয়ার জেরেই এমনটি হয়েছে। আটক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।’
ঝিনাইদহ র্যাব-৬ এর এএসপি বান্না বলেন, এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি। সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। তদন্তে সে দোষী হলে তাঁর নামে মামলা করা হবে।