প্রতিটি শিল্পী কাউকে না কাউকে দিয়ে অনুপ্রাণিত। রক গানের ক্ষেত্রে তো কথাই নেই। বেশির ভাগ রকশিল্পী ছোটবেলা থেকে অনুসরণ করেন পশ্চিমা ব্যান্ড ও শিল্পীদের। কনসার্টে মৌলিক গান গাওয়ার পাশাপাশি প্রিয় ব্যান্ড কিংবা প্রিয় শিল্পীর গানও কাভার করেন অনেকে। বাংলাদেশে এবার এমন একটি কনসার্ট হতে চলেছে, যেখানে ‘কাভার’ গানই হয়ে উঠবে মূল আয়োজন। অর্থাৎ এ কনসার্টে প্রতিটি বাংলা ব্যান্ড তাদের প্রিয় ব্যান্ডের গান গাইবে।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ নামের এ কনসার্টে অংশ নেবে দেশের ১২টি ব্যান্ড। ৫ মে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টারের নবরাত্রি হল ৪-এ কনসার্টটি হতে যাচ্ছে। এতে বিশ্বজুড়ে জনপ্রিয় ১৭টি ব্যান্ডকে ট্রিবিউট দেবে বাংলাদেশের ব্যান্ডগুলো। আয়োজনের দায়িত্বে আছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। আয়োজক প্রতিষ্ঠান দাবি করছে, বাংলাদেশে এ ধরনের কনসার্টের আয়োজন এবারই প্রথম।
৫ মে বেলা ৩টায় শুরু হবে এ কনসার্ট, চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা (ভিআইপি) ও ৫০০ টাকা (সাধারণ)। ব্যতিক্রমী এ আয়োজন এরই মধ্যে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। রাজধানীর প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। ভক্তদের পাশাপাশি দেশের ব্যান্ডগুলোও এমন আয়োজন নিয়ে বেশ আগ্রহী।