পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাকাতি ছিনতাইসহ অপরাধ দমনে মতবিনিময় সভা করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের থানারঘাট বাজারে এ সভার আয়োজন করে পাকুন্দিয়া থানা-পুলিশ। বিট পুলিশিং এগারোসিন্দুরে এই সভার আয়োজন করে। এগারোসিন্দুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কাশেম এতে সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান। এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও এনামুল হাসান রাজীব প্রমুখ।