কেশবপুরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘জাতীয় কবি নজরুল পদক-২০২২’ পেলেন ৯ গুণী ব্যক্তি।
গত শনিবার রাতে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার (বাসাসেস) পক্ষ থেকে তাঁদের এ পদক তুলে দেওয়া হয়।
পদক প্রাপ্তরা হলেন, কথা সাহিত্যে হোসেনউদ্দীন হোসেন, জনপ্রতিনিধিত্বে কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, কাব্য সাহিত্যে কবি খসরু পারভেজ, চিকিৎসা সেবায় গাজী মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিতে বেনজীন খান ও গোলাম মোস্তফা সিন্দাইনী এবং সাংবাদিকতায় সামসুজ্জামান, মোতাহার হোসাইন ও হাজী রুহুল কুদ্দুস। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি পদকপ্রাপ্ত গুণীজনদের ফুল, পদক, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন।
এদিকে ‘মাতো প্রাণ প্রাণে, বসন্ত বাতাসে’ প্রতিপাদ্যে শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সংস্থাটির আয়োজনে বসন্তকালীন কবিতা সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্ধ শতাধিক কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে ও অধ্যাপক তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কথা সাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, মধুসূদন একাডেমির পরিচালক গবেষক ও কবি খসরু পারভেজ, যশোর প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক বেনজীন খান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা কবি খসরু পারভেজের লেখা কাব্যগ্রন্থ ‘সক্রেটিসের সাথে’ ও আবু হাদান সরদারের ভ্রমণকাহিনি ‘থাইল্যান্ড থেকে ফিরে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।